পার্বত্য চট্টগ্রামে শুরু ক্ষুদ্র নৃগোষ্ঠিদের বৈসাবী উৎসব
- আপডেট সময় : ১০:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠিদের বৈসাবী উৎসব। আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের মূল অনুষ্ঠান হলেও পার্বত্য চট্টগ্রামে ইতোমধ্যেই শুরু হয়েছে বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসবের নানা আয়োজন। ঐতিহ্যবাহী এ উৎসবের রঙে এখন রঙ্গিন পুরো পার্বত্য চট্টগ্রাম। উৎসবে মেতে উঠেছে সব সম্প্রদায়ের মানুষ।
বাঙালীর হাজার বছরের ঐতিহ্য বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসব। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠিরা এ উৎসব পালন করে ভিন্ন ভিন্ন নামে। মারমা সাংগ্রাই, ত্রিপুরা, বৈসু চাকমা এবং বিজু সম্প্রদায়ের নামের আদ্যক্ষর নিয়ে উৎসবের নাম করণ করা হয় বৈসাবী। এটি পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠিদের প্রধান সামাজিক উৎসব। প্রতিবছর বৈসাবী এলেই উৎসবে মেতে ওঠে পুরো পার্বত্য চট্টগ্রাম।
বৈসাবীকে কেন্দ্র করে রাঙামাটিতে চলছে ৫ দিনের মেলা। মেলায় শামিল হয়েছেন স্থানীয় বাঙ্গালীরা। উৎসব আনন্দে একাকার সব বয়সের মানুষ।
নৃগোষ্ঠিদের ঐতিহ্যবাহী এ উৎসব নির্বিঘ্নে পালনে সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে বলে জনানা সংশ্লিষ্টরা।
বৈসাবীতে ফুটে ওঠে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি। আর উৎসবের বারতা ছড়িয়ে পড়ুক সারা দেশে এমন প্রত্যাশা পাহাড়ী মানুষের।