পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল
- আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অর্থনৈতিক অব্যবস্থাপনা ও পররাষ্ট্র নীতিতে ব্যর্থতার অভিযোগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল। এ মন্তব্য করেছেন ক্ষমতাসীন জোট সরকারের সংগঠন- পাকিস্তান মুসলিম লীগ—কায়েদ পার্টির নেতা চৌধুরী পারভেজ এলাহি।
বুধবার পাকিস্তানের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও পররাষ্ট্র নীতিতে ব্যর্থতার অভিযোগে ২০২০ সাল থেকেই ইমরান খানের পদত্যাগ ও অন্তর্বর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে পাকিস্তানের বিরোধী দলগুলো। পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি ও মুসলিম লীগ এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। এর আগে গত ৮ মার্চ রাজধানী ইসলামাবাদে এই দু’টি দলের নেতৃত্বে ইমরান খানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, না-হলে আস্থাভোটের মুখোমুখি হতে বলেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী জানান, আগামী ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে হতে পারে এই আস্থা ভোট।