পাহাড়ে সন্ত্রাসীদের তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে আবারও ৭ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কাল ১১ জানুয়ারি সকাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। সবশেষ গত ৪ ডিসেম্বর থেকে ১১ডিসেম্বর পর্যন্ত ওই তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাস রিজিয়ন। ফলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনরায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে এই তিন উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এর আগেও একই কারণে কয়েক দফা এমন নিষেধাজ্ঞা জারি করা
হয়।