পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন। স্থলভাগে চাপ বেড়েছে বাতাসের।
উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সকল মাছধরা ট্রলারকে।