পি কে হালদারকে নিয়ে সংবাদ প্রচারের ইস্যুতে একাত্তর টিভিকে সতর্ক করলো হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পি কে হালদারকে নিয়ে সংবাদ প্রচারের ইস্যুতে একাত্তর টিভিকে সতর্ক করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বক্তব্য ও সাক্ষাৎকার প্রচার করায় একাত্তর টিভি কর্তৃপক্ষের উদ্দেশ্য জানতে চায় হাইকোর্ট। লিখিত বক্তব্যে পলাতক এবং দণ্ডিত আসামীদের বক্তব্য সম্প্রচারে আইনি বাধার বিষয়ে জানা ছিল না বলে আদালতকে জানায় একাত্তর টিভি কর্তৃপক্ষ। এদিন পিকে হালদারের অর্থপাচার ইস্যুতে হাইকোর্টের জারি করা স্বপ্রনোদিত রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা সচিব এন আই খান।