পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের আরো একটি মামলা দায়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
প্রশান্ত কুমার হালদারসহ ১২ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। এবারের মামলায় কাগুজে প্রতিষ্ঠান- দিয়া শিপিং লিমিটেডের নামে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণের নামে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে একটি আন্তঃমন্ত্রণালয় টিম ভারতে পাঠানো হতে পারে। তিনি জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আসামীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ভুয়া প্রতিষ্ঠান- দিয়া শিপিং লিমিটেডের নামে নেয়া ৪৪ কোটি টাকার ঋণ ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।