পিইসিতে শিক্ষার্থীদের বহিস্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না
- আপডেট সময় : ০৮:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রাথমিক সমাপনী পরীক্ষা- পিইসিতে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিস্কার, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বহিস্কৃত পরীক্ষার্থীদের পুণরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়েছে উচ্চ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ চার জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পিইসি পরীক্ষায় শিশু বহিস্কার কেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নেয় উচ্চ আদালত। আইনজীবীরা জানান, বহিস্কৃত শিশুদের বয়স ছিল ১০ থেকে ১১ বছর এবং কোমলমতি এই শিক্ষার্থীদের এই বহিস্কার তাদের মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই আদালত এই রুল জারি করে।