পিকে হালদারসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অর্থ পাচারকারী পিকে হালদারসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি। কাল তাদেরকে আদালতে তোলা হবে।
তবে, তার আগে তাদের সম্পত্তি, ফ্ল্যাট ও ব্যাংক হিসেবে লেনদেন সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে। ১৭ মে’র আগে ব্যাংক হিসেব জানা না গেলে আবারও তাদেরকে হেফাজতে নিতে পারে ইডি। দুই দেশের ভুয়া নথিপত্র, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জোগসাজশসহ একাধিক বিষয় ইডির এক্তিয়ারের বাইরে। তাই ইডির তদন্ত প্রক্রিয়া শেষ হলে তাদেরকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে। এদিকে, পিকে হালদার নিজেই দেশে ফিরতে চাইছেন। বাংলাদেশ সরকারও ফেরানোর জন্য আবেদন করেছেন।