পিকে হালদারের বিদেশী ঠিকানাসহ গুরুত্বপূর্ন তথ্য আদালতে উপস্থাপন করেছে দুদক
- আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অবশেষে পলাতক পিকে হালদারের বিদেশী ঠিকানাসহ গুরুত্বপূর্ন তথ্য আদালতে উপস্থাপন করেছে দুদক। একই সঙ্গে ভাইসহ কানাডার টরেন্টোয় আত্মগোপনে থাকা এই অর্থপাচারকারী পরিবারের বেশ ক’জন সদস্যের তথ্য হাইকোর্টে তুলে ধরেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। পিকে হালদারেরর অর্থ আত্মসাতের ফলে নিজেদের অবর্ণনীয় দুর্ভোগের কথা আদালতের কাছে তুলে ধরেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে– সঙ্গীত শিল্পী ড. নাশিদ কামালসহ চারজন। এসময় তাদের পক্ষভুক্ত করে লিখিত অভিযোগ জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।
বাংলা সঙ্গীতের উজ্জল নক্ষত্র মুস্তাফা জামান আব্বাসী। পিতা আব্বাস উদ্দিনের কাছ থেকে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে প্রায় ৩ কোটি টাকা জমা রাখেন পিকে হালদারের পিপলস লিজিংয়ে। তাঁর মতো ৬ হাজার বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎ করেই বিদেশে পাড়ি জমিয়েছেন প্রতারক পিকে, এমন তথ্য জানার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন একুশে পদক পাওয়া এই সঙ্গীত বিশেষজ্ঞ।
রোববার নিজের ৫০ লাখ টাকা আমানতসহ মুস্তাফা জামান আব্বাসীর অসহায় অবস্থার কথা আদালতের কাছে তুলে ধরে সঙ্গীত অঙ্গনের আরেক নক্ষত্র ড. নাশিদ কামাল।
ব্যক্তি পিকের চেয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতি বেশী ক্ষুব্ধ ক্যানসারে আক্রান্ত এই ভুক্তভোগী।
মায়ের চিকিৎসার জন্য জমানো অর্থ হারিয়ে হতাশা ছিল এই মুক্তিযোদ্ধার কণ্ঠে।
ভুক্তভোগীদের এসব অভিযোগ শুনে আলোচিত এই মামলায় তাদের পক্ষভুক্ত করেছে আদালত।
অন্যদিকে পলাতক পিকে হালদারকে গ্রেফতার এবং দুদকের মামলার সবশেষ অগ্রগতি তুলে ধরেন খুরশীদ আলম খান।
আইনজীবী আরো জানান, আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছে হাইকোর্ট।