পিকেএসএফ-এর সাত দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’। আগামী ১৪ নভেম্বর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এসময় তিনি জানান, মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও তথ্য প্রযুক্তি এবং সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৯০টি স্টল থাকবে। মেলায় পাঁচ দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ সেমিনার হবে। মেলাটি ১৪ থেকে ২০ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।