পিছিয়ে পড়েও এনফিল্ডে দুর্দান্ত এক জয় তুলে নিল লিভারপুল
- আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
পিছিয়ে পড়েও এনফিল্ডে দুর্দান্ত এক জয় তুলে নিল লিভারপুল। নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ক্লপের শিষ্যরা। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয়ে পেল অলরেডরা। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পার্থক্যটা মাত্র ১ পয়েন্টে নিয়ে এসেছে লিভারপুল।
যদিও ম্যাচের শুরুতে গোল হজম করে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটে জনজো শেলভির চমৎকার গোলে এগিয়ে যায় নিউক্যাসল। সাবেক ক্লাবের বিপক্ষে ২৫ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। ২১তম মিনিটে দিয়েগো জোতার ‘প্রশ্নবিদ্ধ’ গোলে সমতায় ফেরে লিভারপুল। মিনিট চারেক পরেই দলকে এগিয়ে নিয়ে যান মোহাম্মদ সালাহ। ২-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও গোছালো ফুটবল খেলে লিভারপুল। ৮৭ মিনিটে ডিফেন্ডার অ্যালেকজান্ডার-আর্নল্ডের গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। আরেক ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।…