পিটিয়ে হত্যার দায়ে তালার আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আটক
- আপডেট সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে আটক করেছে।
এর আগে মশিয়ার রহমানকে গ্রেফতারের দাবিতে সকালে বিক্ষোভ করে এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী নিজেদের ঘেরে মাছ ধরছিল। এ সময় পাশ্ববর্তী মশিয়ার রহমানের ঘের থেকে সে মাছ চুরি করেছে বলে অভিযোগ করা হয়। মশিয়ার রহমানের ঘেরের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান। এসময় ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করে এবং পরে তার মৃত্যু হয়।