পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
জনগণের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের পদত্যাগ দাবি করেছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান, কোম্পানিতে বিনিয়োগকারী ছয় হাজার আমানতকারীর পক্ষে আতিকুর রহমান আতিক। পরে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
জাতীয় প্রেসক্লাবে আমানত ফেরত পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগকারীরা।
তারা জানান, পিকে হালদার বা লুটকারী কাউকে চেনেন না। বাংলাদেশ ব্যাংক কেই টাকা ফেরত দিতে হবে।
জমা করা অর্থ দ্রুত ফিরিয়ে দিয়ে প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আমানতকারীরা।
জনগণের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চান আমানতকারীদের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক।
বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগের গাফলতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরে, মানববন্ধনে পিপলস লিজিং লুটপাটে জড়িত পি কে হালদারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, আমানতকারীরা।