পিলখানা হত্যা দিবসে শহীদ সেনাকর্মকর্তাদের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
পিলখানা হত্যা দিবস আজ। বিচারিক আদালত ও হাইকোর্টে হত্যা মামলার রায় হলেও এখনও আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে। আর, বিস্ফোরক আইনে করা অপর মামলাটির কোনো অগ্রগতি নেই। এদিকে, শ্রদ্ধা ও শোকে পালিত হচ্ছে দিবসটি। সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালটা শুরু হয়েছিল ততকালীন বিডিআররের বার্ষিক বিশেষ আয়োজন দিয়ে। কিন্তু শেষ হলো রক্ত, লাশ আর বারুদের গন্ধে।
১৪ বছর আগে বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ করেন সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্য। দুদিনব্যাপী ওই বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।
নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। একই সময়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরাও।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, যারা সরকারকে পছন্দ করে না তারাই এই ষড়যন্ত্রে জড়িত।
দেশের সার্বভৌমত্ব আঘাত আনতেই বিডিআর বিদ্রোহে পরিকল্পিতভাবে দেশের মেধাবী সেনা সদস্যদের হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্য যারা আছে তাদের খুঁজে বের করার দাবি জানান।
গোয়েন্দা সংস্থার সেই সময়ের অবস্থান নিয়েও প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলো।