পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন
- আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সাতঘন্টায়ও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন। আরো সময় লাগবে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৩০টি ইউনিট। সঙ্গে যোগ দেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
সেখানকার ব্যবসায়ী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি ও সাধারণ মানুষ সবার সম্মিলিত চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পানি স্বল্পতার কারণে অগ্নিনির্বাপণ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এরইমধ্যে আহত ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ ২০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুতের অধিক লোড ও বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় অগ্নিকাণ্ডের কারণ। এতবড় মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ তাদের। ঘটনাস্থলে নিজের দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল।শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে রেব, পুলিশ, বিজিবি ও সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভাতে প্রস্তুত রাখা হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।