পুলিশ প্রশাসন বর্তমানে ইসির নিয়ন্ত্রণে : রাশেদা সুলতানা
- আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৮৭০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, বিএনপিসহ অন্য দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে পুনঃতফসিলের বিষয় বিবেচনা করবে নির্বাচন কমিশন। দলটি নির্বাচনে আসতে চাইলে এবারও সে সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা একথা বলেন। এসময় তিনি বলেন, পুলিশ প্রশাসন বর্তমানে ইসির নিয়ন্ত্রণে। তারা নিয়ন্ত্রণহীন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দিলেও দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৭টি দলই এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে। ১২টি দল তফসিলের বিষয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। মাত্র ১৫ টি দল নির্বাচন করতে কাজ শুরু করেছে। এমন বাস্তবতায় সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। সকালে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বলেন, সবাই নির্বাচনে না এলে শূন্যতা তৈরি হবে। তাই ইসি চায় বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক।
রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে এ প্রত্যাশা করে রাশেদা সুলতানা ইসির প্রতি আস্থা রাখার আহবান জানান । প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে ইসির। প্রশাসনের মধ্যে যিনি নিরপেক্ষতা হারাবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন কমিশনার রাশেদা সুলতানা।