পুলিশ র্যাব তৎপর বলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
পুলিশ রেব তৎপর হয়েছে বলেই জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নির্বাচনকে সামনে রেখে দেশে কোন রাজনৈতিক অস্থিরতা নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে, পুলিশ স্মৃতিস্তম্ভে, নিহত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন করেন ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বজনরাও।
পরে কনভেনশন হলে, নিহত পুলিশ সদস্যদের স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নিহত পুলিশ সদস্যদের বীরত্ব গাথা তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক।
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর অবদানের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশে কোন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়নি।
বইমেলায় জঙ্গি হামলা হুমকি প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, হুমকি দাতাদের চিহ্নিত করা হয়েছে।
জঙ্গিদের উত্থান রোধে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।