পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সন্ত্রাসী কবির এবার র্যাবের ওপর হামলা চালিয়েছে
- আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগড়ায় কুপিয়ে পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সন্ত্রাসী কবির এবার র্যাবেরওপর হামলা চালিয়েছে। হামলায় এক র্যাব সদস্য আহত হলেও, শেষ রক্ষা হয়নি কবিরের। গুলিবিদ্ধ অবস্থায় সহযোগী কপিলসহ গ্রেফতার হয়েছে কবির। বৃহস্পতিবার গভীর রাতে লোহাগাড়ার দুর্গম পাহাড়ি এলাকা বড় হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে গ্রেফতার করে র্যাব। সকালে চান্দগাও কার্যালয়ে সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযানের বিস্তারিত তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
১৫ মে লোহাগাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী কবির আহমেদকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। কবিরের এলোপাতারি কোপে পুলিশ কনস্টেবল জনির হাতের কব্জির বিচ্ছিন্ন হয়ে যায়। এক সোর্সসহ আরো এক কনস্টেবল আহত হয়।
ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলে গা ঢাকা দেয় সন্ত্রাসী কবির। তাকে ধরতে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রেবও মাঠে নামে। ৫ দিনে বেশ কয়েকটি স্থান পরিবর্তনের পর বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার বড় হাতিয়া এলাকার দুর্গম পাহাড়ে অবস্থান নেয় কবির। ফুটেজ-২
অভিযানের সময় পুলিশের মতো র্যাবের ওপর হামলা চালায় কবির ও তার সহযোগী। কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকায়, এক সৈনিক আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় রেব।
গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও রেবের ওপর গুলি চালানো একটি দেশীয় বন্দুক, গুলি ও ৩শো পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।