পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সন্ধ্যার পর দোকান খোলা রাখায় চট্টগ্রামের টোরীবাজারের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় বক্সিরবিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুলসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
গেল রাতে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও দোকানদাররা জানান, দীর্ঘদিন ধরে টেরীবাজারের কাপড়ের দোকানগুলো বন্ধ ছিলো। সন্ধ্যার পর কর্মচারীদের আগের মাসের বেতন দিতে দোকান খোলেন কাপড় ব্যাবসায়ী গিরিধারী চৌধুরী। এর পরপরই বক্সিরবিট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামরুলসহ ৩/৪ জন পুলিশ এসে দোকানের কর্মচারীদের মারধর শুরু করে। পরে মারতে মারতে গিরিধারী ও নিখিল নামের দুই ব্যবসায়ীকে ফাঁড়িতে ধরে নিয়ে যায় পুলিশ। সেখানে অসুস্থ হয়ে পড়েন গিরিধারী। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো টেরীবাজার এলাকার ব্যাবসায়ীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।