পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে শিবির ক্যাডার কানা নজরুল নিহত
- আপডেট সময় : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগেঞ্জ পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নজরুল ইসলাম ওরফে কানা নজরুল নিহত হয়েছে।
ভোর পৌনে ৪টার দিকে আমান উল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ হাই স্কুল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালায়। এসময় শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা তাকে শিবিরের কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করেন। সেখান থেকে উদ্ধার করা হয়- একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা।