পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সদর থানায় অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে মামলা দুটি হয়েছে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মামলায় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় এক হাজার জনকে আসামি করা হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ বলেন, মামলাগুলো আইনি প্রক্রিয়াধীন। শনিবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ওসিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, ভরাডোবা ইউনিয়নের বিএনপি নেতা দুলাল এবং পৌর বিএনপি নেতা উজ্জ্বল। এদিকে, ময়মনসিংহ শহরের বাতিরকল মোড় এলাকা থেকে মহানগর বিএনপি নেতা গোলাম মোশাওয়ার ওরফে সোহাগকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।