পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন হুমকি নেই : হাবিবুর রহমান
- আপডেট সময় : ১২:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা প্রস্তুতি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের আরো জানান, কোন আশঙ্কা না থাকলেও নির্বাচনকে সামনে থাকায় সব মণ্ডপে সতর্ক অবস্থায় থাকবে আইনশৃংখলা বাহিনী।ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে, সেজন্য সাইবার টিম কাজ করছে বলেও জানান হাবিবুর রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারোদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রুস্তুতি নেয়া হচ্ছে মন্দিরে মন্দিরে। চলছে শেষ মূহুর্তের কাজ। এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।
পূজা উদযাপন কমিটি বলছে, দেশে এখনও অশুভ শক্তি সক্রিয় রয়েছে, তারা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছে।
ঢাকেস্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
পরে তিনি বলেন, এবার পূজামণ্ডবকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে ডিএমপির সাইবার সেলকে প্রস্তুত রাখার কথা জানান কমিশনার।
প্রতিমা বিসর্জনের সময় সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব প্রস্তুতি রয়েছে বলেও জানান হাবিবুর রহমান।