পূর্ব ইউক্রেনে আবারও রুশ বাহিনীর সেনা অভিযান জোরদার
- আপডেট সময় : ০৫:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
পূর্ব ইউক্রেনে আবারও সেনা অভিযান জোরদার করেছে রুশ বাহিনী। অঞ্চলটিতে ইউক্রেনীয় সামরিক বাহিনীর অবস্থান লক্ষ করে দফায় দফায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এসব হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি ও অস্ত্রাগার পুরোপুরি ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, পুতিন বাহিনীকে প্রতিহত করতে দক্ষিণাঞ্চলীয় খেরসনে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের পরমাণু কেন্দ্র ও রাশিয়ার বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তেজনার পারদ ছড়াচ্ছে মস্কো ও কিয়েভ। পূর্ব ইউক্রেনের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় রুশ বাহিনী। হামলা চালানো হয় উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভেও। এসব হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া রাডার সিস্টেম ও বেশ কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, রুশ বাহিনীকে প্রতিহত করতে দক্ষিণাঞ্চলীয় খেরসনে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। কিয়েভ জানায়, অঞ্চলটিতে রুশ সামরিক বাহিনীর একটি বিশাল অস্ত্রাগার লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে সেটি পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেনের আর্টিলারি ইউনিট।