পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছরে অবৈধ শাসকদের কারণে দেশের কোন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বর্তমান সরকার, বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র বানাতে কাজ করছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত করার নির্দেশনা দেন। আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে কক্সবাজারকে গড়ে তোলারও আহবান জানান প্রধানমন্ত্রী।
বিশ্বের সর্ববৃহৎ সৈকতের শহর- কক্সবাজারে আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে ৯ হাজার ফুট রানওয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে। এর সাথে যুক্ত হবে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের উপর আরো ১ হাজার ৭০০ ফুট রানওয়ে। প্রায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ের এই রানওয়ে ছাড়িয়ে যাবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরকেও।
রবিবার সকালে, কক্সবাজার বিমানবন্দর প্রান্তে আয়োজিত মূল অনুষ্ঠানে, যুক্ত হয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, প্রাচ্য ও পাশ্চাত্য যাতায়াতে কক্সবাজার বিমানবন্দর হবে রিফুয়েলিং এর প্রধান উৎস। কক্সবাজারকে আরো পর্যটনবান্ধব ও উন্নত করতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন করে বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে কক্সবাজারকে গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী।
অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশ ও জনগণের কল্যানে কোন কাজ করেনি, কেবল নিজের স্বার্থের হিসেব করেছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান।
নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।