পূর্ব শত্রুতার জের ধরে লিয়াকত সিকদার নামে পরিবহন চালককে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লিয়াকত সিকদার নামে পরিবহন চালককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
গেলরাতে সীমাখালী শেখ রাসেল সেতু সংযোগ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের পরিবার দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে এলাকার প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে লিয়াকত সিকদারকে কুপিয়ে হত্যা করে। নিহতের দুই পা ও ডান হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এছাড়া শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কয়েক বছর আগেও দিনে-দুপুরে হত্যার চেষ্টা চালানো হয়। তখন তার সঙ্গীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়া হয়। নিহত লিয়াকত সোহাগ পরিবহনের চালক ছিলেন। সদর থানার ওসি শওকত কবির জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।