পৃথক সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও সাভারে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পৃথক সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা ও সাভারে দুইজন নিহত হয়েছে।
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে হারুন মিয়া নামের এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পর্যটন এলাকা দুর্গাপুর থেকে একটি অটোরিক্সা যাত্রীকে নিয়ে ময়মনসিংহে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, সাভারে অজ্ঞাত যান চাপায় সোহেল রানা নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।