পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৯ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, বগুড়া, ঝিনাইদহ, পটুয়াখালী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৯ জন নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুরে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত অটোরিক্সা আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। সকালে দর্শনা পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দিলে বাবা আশানুর ও ছেলে আজম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজারে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে গিয়ে মোটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার রাতে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার ও কাঁচেরকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর গলাচিপায় গাছের সাথে মটোরসাইকেলের ধাক্কা লেগে সাইমুন ও রায়হান নামে দুই যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক ভস্মিভুত হয়ে ১ চালক নিহত হয়েছে। বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই ট্রাকের সামনের চাকা ফেটে গেলে নরসিংদি থেকে বগুড়াগামী কাপড় বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের কেবিনেই পুড় মারা যান চালক।