পেঁয়াজ ও সয়াবিনের পর এবার সিন্ডিকেটের কবলে আটা-ময়দার বাজার
- আপডেট সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পেঁয়াজ ও সয়াবিন তেলের পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে আটা-ময়দার বাজার। প্রতিদিনই বাড়ছে আটা-ময়দার দাম। রাতারাতি প্রতি কেজিতে ১৫ টাকারও বেশি দাম বাড়ায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আটা-ময়দার দাম বাড়ায়, হোটেল ও বেকারি পণ্যের দামও বেড়ে গেছে।
রমজানে বগুড়ার বাজারে প্রতি কেজি প্যাকেট আটা বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৪ টাকায়। সেই আটা এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি। ৪০ টাকা কেজির ময়দা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ফ্রেশ, এসিআই, বসুন্ধরাসহ দেশের ব্রান্ড কোম্পানিরা বাড়িয়েছে আটা-ময়দার দাম।
ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং ভারত থেকে গম আমদানি কমে যাওয়ায় বেড়েছে আটা ময়দার দাম।
অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে ক্রেতারা। আটা-ময়দার তৈরি রুটি, বিস্কুট, পাউরুটিসহ বেকারি পণ্যের দামও বেড়েছে।
দেশে গমের মজুদ সংকট নেই বলে জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
আটা-ময়দার বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চান উত্তরাঞ্চলের মানুষ।