পেঁয়াজের কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা
- আপডেট সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৯৮৬ বার পড়া হয়েছে
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে পেঁয়াজের কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। সরবরাহ কমার অজুহাতে পাইকারি বাজারে ৭০ টাকা কেজি পেঁয়াজের দাম উঠেছে ১০৫ টাকা। খুচরা বাজারে ১২০ টাকা। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ভারতের পেঁয়াজ আমদানী বন্ধ থাকলে সামনে পেঁয়াজের দাম আরো বাড়বে।
দিনাজপুর শহরের সবচেয়ে বড় মার্কেট বাহাদুর বাজারে প্রতিটি পেঁয়াজের আড়তে পর্যাপ্ত মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও দিন দিন বাড়ছে পেঁয়াজের দাম। ফলে বেশ বিপাকে পড়েছেন ভোক্তারা।
এদিকে খুচরা বিক্রেতারা অভিযোগ তুলছেন পেঁয়াজের আড়ৎদারদের প্রতি। ভারত থেকে পেঁয়াজ না আসলে দাম আরো বাড়বে আশঙ্কা তাদের
এদিকে আড়ৎদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় ও দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
পেঁয়াজের দাম সহনীয় পর্যায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোড়ালো বাজার তদারকির দাবি ভোক্তরা।