পেঁয়াজের ঝাঁজ কমতে না কমতেই রংপুরের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ১২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
পেঁয়াজের ঝাঁজ কমতে না কমতেই রংপুরের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, আটার দাম কিছুটা বাড়লেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে কাঁচাবাজার। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানিয়েছে তারা।
রংপুর সিটি বাজারে পেঁয়াজ নিয়ে অস্থিরতা মধ্যেই বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। মোটা ও চিকন চাল শ্রেণীভেদে কেজিতে বেড়েছে চার থেকে সাত টাকা। আটা, ময়দা, ডাল, ভোজ্য তেলসহ বেড়েছে আরো কয়েকটি পণ্যের দাম।
ক্রেতারা জানায় পেঁয়াজের দাম কমতে না কমতেই চড়া সবজির বাজার। গেল সপ্তাহে নতুন আলু ৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৬০ টাকা। আর সিম, পটল, ফুলকপিসহ প্রতিটি সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি।
তবে সরকারিভাবে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করায় কিছুটা স্বস্তি ফিরছে। নগরীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি ক্রেতাদের।
লাগামহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থাকে জোরদারের দাবি ভুক্তভোগীদের।