পেঁয়াজ উৎপাদনের খরচ তুলতে হিমশিম খাচ্ছে মেহেরপুরের কৃষকরা
- আপডেট সময় : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে মেহেরপুরের কৃষকরা। ব্যবসায়ীদের দাবি, ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে বাজার পড়ে যাওয়ায় হতাশা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে দেশের কৃষক। তখন ভারত চড়া দামে পেঁয়াজ রপ্তানী করবে। তাই দেশী উৎপাদন টিকিয়ে রাখতে অন্তত ছ’মাস এলসি খোলা বন্ধ রাখার দাবী কৃষকদের।
কয়েক বছর আগেও পেঁয়াজ নিয়ে নাভিশ্বাস ছিলো ভোক্তাদের মাঝে। সে চিত্রটা কিছুটা হলেও বদলেছে। কিন্তু সুখবর নেই কৃষকদের মাঝে। ভরা মৌসূমে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে লোকসানের মুখে মেহেরপুরের চাষিরা। মুজিবননগর উপজেলার শিবপুর গ্রামের কৃষক রুহুল গাজী, চলতি মৌসূমে তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। পেঁয়াজ উত্তোলনের সময় পার হলেও জমি থেকে পেঁয়াজ তুলছেন না। বর্তমান বাজার দরে পেঁয়াজ উত্তোলন করলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন এই আশংকায়।
ভরা মৌসুমে পেয়াজ আমদানি হওয়ায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাই প্রতিনিয়ত বাজারে পেঁয়াজের দাম কমছে বলে দাবি ব্যবসায়ীদের। আর সার ও কীটনাশক ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি কৃষি উপকরণের দাম বাড়তি
কৃষি বিপনণ কর্মকর্তা বলছেন, প্রতি কেজি পেয়াজ উৎপাদন করতে কৃষকদের খরচ হয়েছে সাড়ে ১৫ টাকা। ভরা মৌসমে পেঁয়াজ আমদানি বন্ধের জন্য মন্ত্রনালয়ে চিঠি পাঠানে হয়েছে।
সরকার কৃষকের কথা বিবেচনা করে পেঁয়াজ আমদানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটিই প্রত্যাশা কৃষক ও ব্যবসায়ীদের।