পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে দ্বিগুণ
- আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম দ্বিগুণেরও বেশী বেড়ে এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বন্ধ থাকার সুযোগে পেঁয়াজের দাম বাড়াচ্ছে আড়তদার সিণ্ডিকেট। খুচরা ব্যবসায়ীদের মতে, আমদানি চালু করা না হলে ঈদের আগে দাম আরো বাড়তে পারে।
ভারত, বার্মা, মিশর, তুরস্কসহ বেশকিছু দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলেও প্রায় দু’মাস ধরে তা বন্ধ। বাজারে এখন শুধুই দেশী পেঁয়াজ। কৃষকদের উপযুক্ত মূল্য দেবার নামে সরকার ভুল সময়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে। পেঁয়াজ ওঠার মৌসুমে আমদানীর এলসি চালু রাখলেও কৃষকের হাত থেকে যখন সব পেঁয়াজ আড়তদারদের হাতে চলে গেছে, তখনই বন্ধ করা হয় আমদানী। ফলে সিন্ডিকেটের থাবায় পেঁয়াজ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। রমজান মাসে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়, এখন সেটা ৭০ থেকে ৮০ টাকা কেজি।
রান্নার অন্যতম উপাদান পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।
বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন মার্কেটিং কর্মকর্তা।
কৃষি বিভাগের হিসাবে দেশে বছরে ২৮ লাখ টন চাহিদার বিপরীতে এবছর পেঁয়াজের উৎপাদন ৩০ লাখ টন। আধুনিক সংরক্ষণাগারের অভাবে পঁচে যায় অন্তত ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ।