পেনশন স্কিমসহ কোটা বাতিলের আন্দোলনে সমর্থন বিএনপির
- আপডেট সময় : ১০:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। একইসঙ্গে শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিও জানিয়েছে দলটি। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন যৌক্তিক বলছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে মেধানির্ভর বিশ্বব্যবস্থায় জাতি হিসাবে টিকে থাকা সম্ভব নয়।
পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক- কর্মচারিদের আন্দোলনে একাত্মতা জানিয়ে তিনি বলেন, সরকার দুর্নীতি করতেই পেনশন স্কিম প্রত্যয় চালু করেছে।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য ও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন গণতন্ত্র রক্ষা বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।