পেলের মরদেহ আজ সমাহিত করা হবে
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
(FILE) Brazilian football legend Pele kisses a ball during a presentation in Leipzig on the eve of the final draw of the Fifa football World Cup 2006, on December 8, 2005. Football legend Pele is hospitalized in Sao Paulo, Brazil, a spokesperson of the Albert Einstein Hospital confirmed on November 13, 2012. According to Sao Paulo's Folha newspaper, Pele underwent a hip surgery to correct a problem on his thighbone. AFP PHOTO/FRANCK FIFEFRANCK FIFE/AFP/Getty Images
পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। এবার তার শেষকৃত্যের পালা। ব্রাজিলে তার নিজ ক্লাব সান্তোসের মাঠেই অনুষ্ঠিত হবে ফুটবলের মহারাজার শেষকৃত্যের অনুষ্ঠান।
ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজা পেলেকে।
এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ টাইম সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান।
এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ নানারকম আকৃতি প্রস্তুত করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা।
বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন ক্লিনিকে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এ ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বার্তা সোশাল যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।