পোশাকশিল্পসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ
- আপডেট সময় : ০৭:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পোশাকশিল্পসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন শিল্প-মালিকরা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, লকডাউনে যেন সব শিল্প প্রতিষ্ঠানকে কাজ করতে সুযোগ দেয়া হয়। করোনা পরিস্থিতি,সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সব শিল্পের সঙ্গে রপ্তানী বাজারসহ অনেক কিছু জড়িত। শিল্পকারখানাকে যেন লকডাউনের বাইরে রাখা হয়, সেই বিষয়টা সরকার বিবেচনা করবে- এমন আশাবাদ ব্যক্ত করে ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব শিগগিরই সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন সচিব। সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এই বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন, সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে।