পোল্ট্রি খাতের বড় প্রতিষ্ঠানগুলো অন্যায়ভাবে ডিম ও মুরগীর দাম বাড়িয়েছে : এফবিসিসিআই সভাপতি
- আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
পোল্ট্রি খাতের বড় প্রতিষ্ঠানগুলো অন্যায়ভাবে ডিম ও মুরগীর দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, এ সিন্ডিকেট অচিরেই ভেঙে দেয়া হবে। তবে এ শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ডিজেলের দাম বাড়ায় পরিবহন সংকটে সরবরাহ বন্ধ থাকায় দাম কিছুটা বেড়েছে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, ডিম সিন্ডিকেট চিহ্নিত করা হয়েছে, অচিরেই তাদের বিরুদ্ধে মামলা হবে।
ডিম – মুরগীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যেসামগ্রীর বাজার ও মূল্য পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই।
এতে অংশ নিয়ে ডিমের দাম বাড়ার পেছনে যুক্তি তুলে ধরেন পোল্ট্রি ইন্ডাস্ট্রির নীতি নির্ধারকরা।
ডিলারদের দাবি উৎপাদনকারিরাই দাম বাড়িয়েছে।
ক্যাব সম্পাদক বলছেন, গত দুই সপ্তাহে ডিম ও মুরগী মাংসের দিয়ে পাঁচশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু ব্যাবসায়ীরা।
জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণের মহাপরিচালক বলেন, যারা ডিম কারসাজি সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
ডিম ও মাংসের দাম বাড়ার পেছনে কর্পোরেট ব্যবসায়ীরাই দায়ী বললেন,এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কোন সিন্ডিকেট করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দীন।