পোষাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম
- আপডেট সময় : ০১:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তৈরি পোশাকের বাজারে শীর্ষ রফতানিকারক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম। এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউ-২০২১ শীর্ষক প্রতিবেদনের এই তথ্য। এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছেন, করোনার কারণে তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাজার বৈচিত্র্যকরণের দিকে নজর দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের।
গত এক দশকে ধারাবাহিকভাবে পোশাক রফতানির প্রবৃদ্ধি ধরে রেখেছে ভিয়েতনাম। এতে কয়েকবছর ধরেই বাংলাদেশের তৈরি পোশাক খাতের ঘাড়ের ওপর নি:শ্বাস ফেলছিল পূর্ব এশিয়ার এই দেশটি। শেষ পর্যন্ত বাংলাদেশকে টপকে বিশ্বে পোশাক রপ্তানীতে দ্বিতীয় শীর্ষ অবস্থান এখন ভিয়েতনামের।
মহামারী করোনার প্রভাবে পরিসংখ্যানগত ধারণা দিতে বৈশ্বিক তৈরি পোশাক রফতানির এই চিত্র তুলে ধরে বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্বে তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রফতানি ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। কিন্তু ২০২০ সালে কমে এই পরিসংখ্যান দাঁড়ায় ৬ দশমিক ৩০ শতাংশে। একই সময়ে ভিয়েতনামের রফতানি আগের বছরের ৬ দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। এ সম্পর্কে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি বলছে, করোনার কারণে গেলো বছর এক মাসের বেশি কারখানা বন্ধ ছিল। তাই রফতানি কমেছে।
তবে ভালো খবরও আছে। চলতি বছরের শুরু থেকে রফতানিতে ভিয়েতনামের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। কর্মকর্তারা আশা করছেন, ২০২১ সালে বাংলাদেশ আবারও দ্বিতীয় স্থান ফিরে পাবে।
এই অগ্রগতি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা ও শ্রমিকদের দক্ষতার দিকে নজর দেয়ায় ভিয়েতনামের এই উন্নতি।
তবে চ্যালেঞ্জ মোকাবেলা সরকারী বেসরকারী উদ্যোগের পাশাপাশি পণ্যে এবং নতুন নতুন বাজার খুঁজে বের করার পরামর্শ এ অর্থনীতিবিদের।
এদিকে ভারতকে টপকে চতুর্থ শীর্ষ পোশাক রপ্তানিকারকের স্থান দখল করেছে তুরস্ক। আর বরাবরের মতই প্রথম অবস্থানে চীন। বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব ৩১ দশমিক ৬ শতাংশ।