পৌর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
১৬ জানুয়ারী দিনাজপুরের তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগসহ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।
দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে যুবলীগ জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। নিখিল বলেন, ধর্মের নামে দেশের শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করার অপচেষ্টা চলছে।