প্যাংগংয়ে বিরোধপূর্ণ এলাকায় বিশালাকার চীনা লিপি ও মানচিত্র এঁকেছে বেইজিং
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
লাদাখের পর এবার প্যাংগংয়ে বিরোধপূর্ণ এলাকায় বিশালাকার চীনা লিপি ও মানচিত্র এঁকেছে বেইজিং। মঙ্গলবার পাওয়া স্যাটেলাইট ছবিতে এ চিত্র দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিঙ্গার ৪ ও ফিঙ্গার ৫ এর মাঝে বিশালাকার চীনা লিপি ও মানচিত্র এঁকে দেওয়া হয়েছে। অন্তত ৮১ মিটার লম্বা ও ২৫ মিটার দীর্ঘ এলাকায় এসব অংকন করা হয়েছে। পাশাপাশি ওই দুই ফিঙ্গার পয়েন্টের মাঝে প্রচুর অস্থায়ী সেনা ছাউনি তৈরি করে চীনা বাহিনী । মজুত করেছে ভারী অস্ত্রশস্ত্র । ভারতীয় সেনার বরাত দিয়ে বলা হয়, গত মে মাসের গোড়ায় প্যাংগং লেক বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন সেনা মোতায়েনের পর থেকেই ফিঙ্গার ফোর এর পরে আর টহল দিতেও দেয়া হচ্ছে না ভারতীয় বাহিনীকে ।