প্রকল্পের কাজ না করে বিদেশ ভ্রমণ আর বিলাসবহুল গাড়ি কিনেই আরডিএ কর্মকর্তাদের সময় পার
- আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ’র একটি আবাসিক প্রকল্পের কাজ না করে বিদেশ ঘুরে আর বিলাসবহুল গাড়ি কিনেই দায়িত্ব সেরেছেন কর্মকর্তারা। আবার কর্মকর্তাদের বেশির ভাগই বদলী হয়ে গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। যাদের দু’জন পদোন্নতি পেয়ে এখন সচিব ও অপর দুই কর্মকর্তা অতিরিক্ত সচিব। কেউবা আবার চলে গেছেন অবসরে। এরইমধ্যে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় তিনগুণ। কিন্তু জমি অধিগ্রহণ হয়নি সাত বছরেও।
২০১৩ সালে ৩৮ কোটি ৭৭ লাখ প্রাক্কলিত ব্যয়ে প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ। ১৪ একর জায়গার এ প্রকল্পে ১৫০টি প্লট থাকার কথা ছিল। প্রকল্প তৈরির পরই ২০১৩ সালের শেষদিকে আবাসিক এলাকার জন্য মাটি ভরাট ও পরিকল্পনা কাজের অভিজ্ঞতা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আরডিএ’র ১৪ কর্মকর্তা প্রকল্পের টাকায় দুটি দেশ ভ্রমণ করেন।
কেনা হয় একটি বিলাসবহুল প্রাইভেট কারও।কিন্তু এরপর চাপা পড়ে যায় প্রকল্পটি। তবে ২০১৮ সালে প্রথম দফা ও ২০১৯ সালে দ্বিতীয় দফায় বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২১ সাল পর্যন্ত। এরইমধ্যে জমির দাম বাড়ার অজুহাতে প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় একশ’ কোটি টাকা। পবা উপজেলার কাশিয়াডাঙ্গা ও গোয়ালপাড়া এলাকায় ২৪৫টি প্লটের জন্য কুড়ি একর জায়গা অধিগ্রহণে মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। অভিজ্ঞতা অর্জনের নামে সরকারি টাকায় বিদেশে প্রমোদ ভ্রমণের প্রবণতা এক ধরনের মহাদুর্নীতি বলে মন্তব্য করেন বেসরকারী গবেষণা সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন।