প্রচারণায় মুখর হয়ে উঠছে বরিশালে-৬টি আসন
- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় গণসংযোগে নেমে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের জন্য ভোট প্রার্থনা করেন। অনেক এলাকায় নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।
প্রচারণায় মুখর হয়ে উঠছে বরিশালে-৬টি আসন। এসব আসনে লড়বেন ৩৫ প্রার্থী। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারনা চালিয়ে যাচ্ছে তারা। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট কলবাড়ি এলাকায় জনসভা করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভোরে এই ঘটনা ঘটে। পোরশা উপজেলা আওয়ামলী লীগের সভাপতি মোফাজ্জল জানান, গভীর রাত পর্যন্ত ওই ক্যাম্পে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক শেষ করে স্থানীয় নেতাকর্মীরা বাড়িতে চলে যায়। এরপর ভোর রাতের দিকে কে বা কারা ক্যাম্পে আগুন দেয়।
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ২ আসনের সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সেসময় প্রার্থীর ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা-০২ সদর আসনে ট্রাক প্রতীকে সতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে। এসময় নির্বাচিত হলে মাদক মুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ার কথা জানান তিনি।
নোয়াখালী-৪ সদর- সুবর্ণচর আসনে জাতীয় পার্টি র লাংগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসেন আজাদ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে বৈঠক ও গণসংযোগ করেছেন।
পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও টানা সাতবারের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আসন দখল করতে
স্বতন্ত্র প্রার্থী মহারাজের ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সব সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী।
জামালপুরে বিজয়ের মাস উপলক্ষ্যে সদর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর পক্ষে এই বিজয় মিছিল আয়োজন করা হয়।
নরসিংদী সদর-০১ সংসদীয় আসনে উঠান বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থী মো. নজরুল ইসলাম ও দুই বারের সাবেক পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাক প্রতীক নিয়ে গণসংযোগ ও সমাবেশ করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম।