প্রতারণা ঠেকাতে যথাযথ প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
প্রবাসে গিয়ে কেউ যাতে প্রতারণায় না পড়ে, সেজন্য ব্যাপক প্রচারণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তাগিদ দেন। বিদেশে নতুন নতুন কর্মক্ষেত্র খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে, সবার জন্যই মঙ্গল বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, দক্ষ জনশক্তি পাঠাতে পারলে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন সম্ভব। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
যথাযথ প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ গেলে বিপদে পড়তে হয় না বলেও জানান সরকার প্রধান।
হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।