প্রতারণা, ব্লাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রকিব গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর নামে ভূয়া পরিচয়ে টিকটক বানাতে প্রতারণার মাধ্যমে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্লাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রকিবকে গ্রেফতার করেছে রেব। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব কর্মকর্তারা জানান, রাজ মূলত একটি হোটেলে নিরাপত্তা রক্ষীর চাকরি করতো। ভুয়া পরিচয়ে ৪টি বিয়ে ছাড়াও শতাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে সে।
অনলাইন দুনিয়ায় পরিচিতি টিকটক রাজ নামে । ফলোয়ার প্রায় ২ লাখ। কখনো বিজিবির পোশাক আবার কখনো রেব পরিচয়ে টিকটক করে মানুষকে আকৃষ্ট করতো। ইমোশোনাল ভিডিও বানিয়ে বহু মানুষের দৃষ্টি কাড়ে রাজ। তবে রেব বলছে তার, আসল উদ্দেশ্য নারীদের ব্ল্যাকমেইল করা।
সোমবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রতারনা, ব্ল্যাকমেইলিং ও টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে টিকটক রাজকে গ্রেফতার করে রেব। সংবাদ সম্মেলনে রেব জানায়, রাজ দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয় দিয়ে আসছিল।
বগুড়ার একটি হোটেলে নিরপত্তা রক্ষীর কাজ করলেও টিকটকের অনুসারীদের সঙ্গে রেব-বিজিবির পরিচয়ে রাজ হাতিয়েছে বহু টাকা। শুধু তাই না, দেড় বছরে বিয়ে করেছে ৪টি। আছে শতাধীক নারীর সাথে সম্পর্ক।
রেব আরও জানায়, রকিবের বিরুদ্ধে আগেই নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।