প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সীর মালিক ও তার ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
প্রতারণার অভিযোগে দিনাজপুরে ট্রাভেল এজেন্সীর মালিক ও তার ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১।
৪৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে ঢাকার এমএইচএম ওভারসীজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সির স্বত্তাধিকারী মুজিব হোসেন মিরাজ ও তার পুত্র- পরিচালক ইলিয়াস মিয়ার বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, ২০১৮ সালে হজে পাঠানো হবে- এমন চুক্তিতে হজের নিবন্ধন করতে দিনাজপুরের ১৮ জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে আব্দুল্লাহ আল হাবিব। জনতা ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখা থেকে এমএইচএম ওভারসীজ ট্রাভেলস এন্ড হজ্জ এজেন্সিকে ওই টাকা পাঠানো হয়। হজযাত্রীরা এরপর ঢাকায় এসে দেখেন তাদের জন্য কোন বিমান ভাড়া করা হয়নি। প্রতিনিধি আল হাবিবসহ হজ্জযাত্রীরা এজেন্সির অফিসে গিয়ে তালাবদ্ধ দেখেন। বারবার ফোন করেও সেই এজেন্সির কারো কোন খোঁজ পাননি। প্রতিনিধি আব্দুল্লাহ আল হাবিব– এজেন্সির মালিক ও তার ছেলের বিরুদ্ধে দিনাজপুর কোর্টে প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।