প্রতি বছর নতুন নতুন ফল উৎপাদনে আগ্রহী হচ্ছে কৃষকরা
- আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬০১ বার পড়া হয়েছে
নতুন ফল উৎপাদন করলে এর যেমন চাহিদা থাকে তেমনি দামও পাওয়া যায় ভালো। আর ভালো দাম পাওয়া গেলে ব্যবসারও প্রশার ঘটে। এ কারণে প্রতি বছর নতুন নতুন ফল উৎপাদনে আগ্রহী হচ্ছে কৃষকরা। এরই ধারাবাহিকতায় এ বছর পতিত জমিতে সাম্মান নামের একটি ফল উৎপাদন করেছেন বরিশালের কৃষক লিটু সরদার। তরমুজ জাতীয় এ ফলে ভালো লাভ হওয়ায় খবরটি ছড়িয়ে পড়ে, এতে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছে।
বরিশাল নগরীর করমজা এলাকায় পতিত ৫০ শতাংশ জমিতে সৌদি ফল সাম্মানসহ তিন জাতের তরমুজের বীজ বপন করেন লিটু সরদার। দেড় মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। তিনমাসে পরিপক্ক ফলে রূপ নেয় সাম্মান। এর বাইরের অংশ হলুদ আর ভিতরের অংশটি হয় লাল, খেতেও মিষ্টি। বর্তমানে দেড়শ’ টাকা কেজি দরে ফলটি বিক্রি হচ্ছে। একটি সাম্মান আড়াই থেকে ২ কেজি পর্যন্ত হয়েছে।
নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে বললেন, এ কৃষি কর্মকর্তা।
সাম্মান ফল উৎপাদনে সফলতা আসায় খুশী লিটু সরদার। জানালেন, বাগান থেকে এক টন সাম্মান বিক্রি করা তার পক্ষে সম্ভব হবে। আর কৃষি কর্মকর্তা বললেন, নতুন নতুন ফল উৎপাদনে পুষ্টি চাহিদা পূরনের সাথে সাথে কৃষকরাও লাভবান হবে।
এর আগে হলুদ জাতের তরমুজ উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেছিলেন লিটু সরদার। ওই সময় তা ভালো দামে বিক্রি করেন তিনি। এরপর থেকেই নতুন ফসলের প্রতি আগ্রহ জন্মে তার।