প্রতি বছরই মে দিবস আসে যায়, কিন্তু শ্রমিকদের দাবী আদায় হয়না কখনও
- আপডেট সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
বিশ্বের প্রায় ৮০টি দেশের মতই বাংলাদেশেও পালিত হয় মে দিবসটি। বাস্তবে এসব শ্রমিকদের শ্রমের হিস্যা মেলে না। নিত্যপণ্যের এ বাজারে খেয়ে না খেয়েই কাটে তাদের পরিবার-পরিজন নিয়েছে।
নওগাঁর একটি অটোমেটিক রাইস মিল; যেখানে প্রতিদিন কাজ করেন অন্তত ৫০ জন শ্রমিক। তবে শ্রমিক দিবসের তাৎপর্যের কিছু জানেন না তারা।
ঠিক এভাবেই নওগাঁর মিল-কারখানা কিংবা মাঠের শ্রমিকদের অধিকাংশই জানেন না কেন এই শ্রমিক দিবস পালন হয়। শ্রমিকরা বলছেন, এসব জায়গায় কাজ করে যে মজুরি মিলে, তাতে সংসার চালানো দায়।
ঠিক এভাবেই নওগাঁর মিল-কারখানা কিংবা মাঠের শ্রমিকদের অধিকাংশই জানেন না কেন এই শ্রমিক দিবস পালন হয়। শ্রমিকরা বলছেন, এসব জায়গায় কাজ করে যে মজুরি মিলে, তাতে সংসার চালানো দায়।
শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর নেতারা বলছেন, প্রতি বছরই দিবস আসে দিবস যায়, কিন্তু শ্রমিকদের দাবী আদায় হয়না কখনও।
জেলায় ৪৩টি সেক্টের প্রায় ১০ লাখেও বেশি শ্রমিক বিভিন্ন শ্রমের সাথে জড়িত রয়েছেন