প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস। ২২ আগস্ট শুরু হবে এবারের আসর। দাবা দিয়ে শুরু হয়ে মাসব্যাপী চলবে এই আয়োজন। পুরুষ সদস্যরা ১৪টি ও নারী প্রতিযোগিরা লড়বেন ৮টি ইভেন্টে।
এছাড়া সদস্যদের সন্তানদের বয়সভিত্তিক দুটি ও সদস্যদের স্ত্রীদের একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। গত কয়েক বছরের মতো এবারও গেমসের পৃষ্ঠপোষক ওয়ালটন। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন ৪, রানারআপ ৩, তৃতীয় স্থান ২ ও চতুর্থ স্থান ১ পয়েন্ট করে অর্জন করবে। এই পয়েন্টের ভিত্তিতে একজন বর্ষসেরা সেরা নারী ও পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হবেন। গেমস শেষে একজন সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ পারেন বিশেষ পুরস্কার। এছাড়াও ডিআরইউ সিনিয়র ১০ জন সদস্যকে পুরস্কৃত করবে পৃষ্ঠপোষক ওয়ালটন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ওয়ালটন-ডিআরইউর কর্মকর্তারা।