প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দিতে সরকার মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রতিটি গ্রামে সকল নাগরিক সুবিধা পৌঁছে দিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুপেয় পানি ব্যবস্থানায় পয়:শোধনাগারের ব্যবস্থা করা হবে। রাজধানীর দাশেরকান্দিতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পয়ঃশোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আওয়ামী লীগ সরকার ১৪ বছরে দেশের মানুষের জীবনমান বদলাতে কাজ করেছে।
রাজধানীর আফতাবনগরে দাশেরকান্দিতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধনাগার নির্মাণ করেছে ওয়াসা। এতে দৈনিক ৫০ মিলিয়ন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন -এসটিপি স্থাপন করা হয়েছে। ফলে রাজধানীর আশপাশের নদীগুলো দূষণের হাত থেকে বাঁচবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ঢাকা ওয়াসার তথ্য বলছে প্ল্যান্টে দৈনিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন প্রক্রিয়ার ক্ষমতা আছে, যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ।
প্ল্যান্টটি ২০৩০ সালের মধ্যে সারাদেশে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে এসডিজি লক্ষ্য-৬ বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করে ঢাকা ওয়সা।
সকালে রাজধানীল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই পয়ঃশোধনাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পাগলা পয়:শোধনগারের পুর্ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের এমন আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ সরকার রাজধানী বাসীকে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে।
প্রতিটি গ্রামে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ২০৩০ সাল নাগাদ ঢাকার চারপাশে ৫ টি পয়:শোধনাগার নির্মাণ করা হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় ১৪ বছরে দেশের জীবনমান বদলে গেছে।
পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।