প্রতিটি ঘটনায় সর্বোচ্চ শাস্তি ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবী ঢা,বি, শিক্ষার্থীদের
- আপডেট সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ধর্ষণের শাস্তি হিসেবে শুধু মৃত্যুদণ্ডের বিধানই যথেষ্ট নয়, তার বাস্তব প্রয়োগসহ রাষ্ট্রের তরফ থেকে জনগণের যথাযথ নিরাপত্তাও চেয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীতে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে অব্যাহত বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিটি ঘটনায় সর্বোচ্চ শাস্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৃষ্টি উপেক্ষা করে আজও ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে শাহবাগ মোড়ে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ।
শুধু নোয়াখালীর বেগমগঞ্জ নয়, সারাদেশেই ধর্ষণ আর নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সমাজে নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে ।
নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোসহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠারও দাবি জানায় আন্দোলনরত সংগঠনগুলো।