প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব জিনিষের দাম
- আপডেট সময় : ০৩:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কোনো কারণ ছাড়াই আটার কেজিতে আবারও বাড়িয়ে দেয়া হয়েছে ৫ টাকা। চিনি সংকটের পাশাপাশি বেড়েছে পিঁয়াজ, রসুনসহ মশলার দাম। চালের দাম আরো বাড়ার আভাস দিয়েছেন বিক্রেতারা।
শীতের সবজিতে বাজার ভরপুর থাকলেও নানা অজুহাতে দাম বেড়েছে সব রকম সবজির। ক্রেতারা বলছেন, তাদের আয় ব্যয়ের হিসাব মিলানো দুষ্কর হয়ে পড়ছে।
চাল, তেল, মাছ, মাংস নিত্যদিনের পণ্য কিনে কিছুতেই স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। দিন যতই যাচ্ছে দাম ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে দিশেহারা নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
সপ্তাহের ব্যবধানে আবারও আটার দাম বেড়েছে ৫ টাকা। অন্তত ৫ টাকা করে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। বাড়তি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন। সরবরাহ ঠিক থাকলেও এর কারণ খুঁজে পাচ্ছেন না দোকানীরা।
বাজারে চিনি সংকটতো রয়েছেই। লবণের দাম কেজিতে ঠেকেছে ৪০ এ। আগুন জ্বলছে মশলার। কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে সব ধরনের সুগন্ধী মশলার দাম। ১৯০ টাকা দরে নতুন সরবরাহ তেল বিক্রি হচ্ছে বাজারে।
লাগামহীন চালের বাজার। দাম কমার কোন লক্ষ্মণই নেই। আরো বাড়তে পারে এমন আশঙ্কা ব্যবসায়ীদের। মিনিটের এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। আটাশ, ৬৫ টাকা।
ভরা মৌশুম শীতকালীন সবজির। সরবরাহও ভালো। তারপরেও ৬০ টাকার নিচে নেই কোন দর।
এদিকে, মাছে বাজারে ইলিশ কিনেত হচ্ছে চড়া দামেই। চাষ করা সব মাছের কেজি ৩৫০ টাকার উপরে। আর নদীর মাছ ক্রেতাদের নাগালের বাইরে। বাড়তি দর ব্রয়লার, লেয়ার এবং দেশি মুরগীর দামেও।
কোথাও থামবে উর্ধ্বগতি এই রথ। জানা নেই কারো।